কোভিড (Covid-19) যুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করছেন, এমন ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে বিনামূল্যে প্রতিষেধক দেবে কেন্দ্র। এছাড়াও আরও ২৭ কোটি মানুষকে ফ্রি-তে দেওয়া হবে করোনা টিকা। এবার সেই করোনা টিকাও এল রাজনৈতিক আঙিনায়। করোনা টিকা নিয়ে যাতে রাজ্যে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেই নিয়ে আগাম সতর্ক করলেন কেন্দ্রীয় নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ভ্যাক্সিন নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সেই বিষয়টি নিয়ে মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) সরাসরি আক্রমণ করেন বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেন, \"উনি বলেন ওনার কাছে টাকা নেই। তাহলে কীভাবে টিকা যোগাড় হচ্ছে। এটা নেহাতই ভোটের আগে মানুষের মন জয় করার উপায়। টিকা বিনামূল্যে আসবে রাজ্যে। শুধু আম্ফানের সময় চাল চুরির মত যেন টিকা চুরি না হয়। সেটি নজরে রাখুক তৃণমূল। সেটি যেন দলের লোকেদের উনি সতর্ক করে দেন।\"এদিকে কেন্দ্রের নির্দেশের পরই রাজ্যের মানুষের কাছে বিনা পয়সায় করোনা প্রতিষেধক পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলির পুলিশ এবং স্বাস্থ্য-কর্তাদের কাছে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।